একজন মজলুম আলেমের হাসি!
তরুণ দায়ী,আমাদের লালমনিরহাট জেলার পরিচিত মুখ,বহুরূপী দ্বীনী খেদমতের রূপকার,লালমনিরহাট জেলার আদিতমারী থানাধিন ভেলাবাড়ীর দাওয়াতুল কোরআন বালক, বালিকা মাদ্রাসা,ও খ্রিস্টান কবলিত এলাকা চাত্রারপাড় দাওয়াতুত্তাওহিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট দাঈ মুহাঃজাহিদুল ইসলাম (জাহিদ)! হাফিঃ এ-র কারাবাসের আজ ২মাস ১৫ দিন অতিবাহিত হতে জাচ্ছে,মহান আল্লাহর কাছে ফরিয়াদ তিনি যেন আরো মজবুত ঈমানের সাথে ঈমানী বার্তা নিয়ে সুস্থ ও দির্ঘায়ুতার সাথে আবার ফিরে আসেন আমাদের মাঝে!
تقبل الله مناو منكم!